বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলে এবং সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখার মাধ্যমে ব্রুনাই এ ইসলামি শরীয়া আইন জারি করতে যাচ্ছে ।

ব্রুনাই

 বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলে এবং সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখার মাধ্যমে ব্রুনাই এ ইসলামি শরীয়া আইন জারি  করতে যাচ্ছে ।


ব্রুনাই এ শরীয়া আইনে চুরির শাস্তিতে  অঙ্গচ্ছেদ করার বিধান থাকবে। এই নতুন আইনে ধর্ষণ, ব্যভিচার, ব্যবচ্ছেদ, ডাকাতি এবং মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা ও মানহানি করাকে মৃত্যুদণ্ডযোগ্য করা হয়েছে।

অপর দিকে গর্ভপাতের জন্য  চুরির মতো অঙ্গচ্ছেদ করা হবে।


১৮ বছরের কম  মুসলিম শিশুদের ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের শিক্ষা গ্রহণে প্ররোচিত করা  বা উত্সাহিত করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বলা  হয়েছে। এই আইন বেশিরভাগই মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু কিছু দিক অমুসলিমদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


গত বুধবার এই সিদ্ধান্ত প্রকাশ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এর সুলতান হাসান আল-বলখাই। গত বুধবার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় তিনি বলেন যে, " এই দেশে আমি ইসলাম শিক্ষাকে  শক্তিশালী করতে চাই। নতুন আইন অনুযায়ী সমকামিতার শাস্তির জন্য চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন হবে।"


দেশটিতে পূর্বেই  শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে সমকামিতাকে । সমকামিতার জন্য বর্তমানে ১০ বছরের কারাদণ্ডের শাস্তি রয়েছে । বর্তমানে অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ সুলতান শাসিত দ্বীপ রাষ্ট্র ব্রুনাই । তারা তেল ও গ্যাস বিপুল পরিমানে  রপ্তানি করে থাকে।


বর্তমানে সুলতান এর ৭২ বছর বয়স  । তিনি  ব্রুনাই এর বিনিয়োগ সংস্থার প্রধান।বর্তমান বিশ্বের বেশ কিছু শীর্ষ হোটেলের মালিক তিনি। যার মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলসের বিবিয়ারলি হিলস হোটেল ও লন্ডনের ডর্চেস্টার হোটেল  । মুসলমান রয়েছে দুই তৃতীয়াংশের মতো চার লাখ ২০ হাজার জনসংখ্যার এই দেশে। 


ব্রুনেইতে ১৯৫৭ সালের পর তা দণ্ড হিসেবে কার্যকর করা হয়নি মৃত্যুদণ্ড থাকলেও । দেশটিতে ২০১৪ সালে প্রথম শরীয়া আইন চালু করে । সাধারণ ও শরীয়া দু’ধরনের আইনই বহাল রাখা হয় তখন । এখন নতুন এই দণ্ডবিধি কার্যকরের ঘোষণা দিয়েছেন সুলতান আগামী কয়েক বছরের মধ্যেই।


২০১৪ সাল থেকে চালু করা হয় প্রথম দফায় কারাদণ্ড ও অর্থদণ্ডের মতো শাস্তি সমূহ । অঙ্গচ্ছেদ ও পাথর নিক্ষেপের মতো আইনগুলো তখন কার্যকর করার কথা বলা হয়েছিল  পরবর্তী দুই ধাপে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ